DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

রামপালে হরিণের গোশতসহ আটক-২

Astha Desk
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

রামপালে হরিণের গোশতসহ আটক-২

 

প্রতিনিধি রামপালঃ

বাগেরহাট জেলার রামপালে হরিণের গোশতসহ দুই শিকারীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটককৃতরা হলো, মোংলা উপজেলার সোনাইলতলা গ্রামের হাসান সরদারের পুত্র শওকত আলী (৩৭) ও রামপাল উপজেলার ব্রী চাকশ্রী গ্রামের শেখ আশরাফ আলীর পুত্র শেখ হেকমত আলী (৩৯)। আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় আসামীদের আদালতে পাঠানো হয়েছে।

রামপাল থানার ওসি এস. এম আশরাফুল আলম বলেন, আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে রামপাল থানাধীন বাঁশতলী ইউনিয়নের গিলাতলা বাজারের ব্যাংকের মোড় দিয়ে মোটরসাইকেল যোগে গোশত বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। ওই সময় গিলাতলা বাজারের পাহারাদারদের সহায়তায় তাদের কাছ থেকে হরিণের গোশত ও মোটরসাইকেল জব্দ করা হয়। আসামীদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।

তিনি আরও জানান, হরিণ শিকারী সিন্ডিকেটের সাথে কারা কারা জড়িত আছে তার কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। শিকারী চক্রকে নির্মূল করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]