শেখ সাগর আহমেদ :রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সাথে কেন্দ্রীয় বিএনপি নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীমের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) বেলা ১২ টায় নির্বাহী কর্মকর্তার কক্ষে এ মতবিনিময় সভায় কৃষিবিদ শামীমুর রহমান আসান্ন শারদীয়া পূজা নির্বিঘ্ন রাখা ও সার্বিক নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করেন।
শারদীয়া দূর্গোৎসব পালনে সার্বিক নিরাপত্তার বিষয়ে বিএনপি নেতৃবৃন্দের সহযোগীতা কামনা করেন নির্বাহী কার্মকর্তা। এ সময় উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, মো. তাহিদুল ইসলাম, যুবদল নেতা লাভলু ফকির, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এ্যাডভোকেট মো. রবিউল ইসলাম, ইসমাইল মোল্যা খোকন, সৈয়দ কুদরতে এলাহী, মো. মেহেদী হাসান, নাসির উদ্দিন, মাসুদ শেখ, তারিকুল ইসলাম, আল জোবায়ের পরশ প্রমুখ।
এরপূর্বে শনিবার দিনব্যাপী কেন্দ্রীয় বিএনপি নেতা হুড়কা বাবুর বাড়ী মন্দির, গোনা বেলাই ব্রীজ মন্দির, হুড়কা ঝলমলিয়েশ্বরী মন্দিরসহ বিভিন্ন মন্দিরের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ব্যাক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করেন। রবিবারে তারt রামপাল সদর পূজা মন্দির, শ্রীফলতলার মোড় পূজা মন্দির, উজলকুর ইউনিয়নে কুন্ডু পাড়া পূজা মন্দির, গৌরম্ভা ইউনিয়নের সার্বজনীন পূজা মন্দির পরিদর্শনের কথা রয়েছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেন।#