রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে লিথুনিয়া
আস্থা ডেস্কঃ
রাশিয়া যদি তার প্রতিবেশী ও মিত্রদেশ বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করে, তাহলে মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে বলে জানিয়েছে লিথুনিয়া। লিথুনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে। (সূত্র- সিএনএন)।
বিবৃতিতে বলা হয়, রাশিয়া ও বেলারুশের এ পরিকল্পনা গোটা ইউরোপে আতঙ্ক ছড়াচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পদক্ষেপের ফলে ইউক্রেন যুদ্ধ এখন বেলারুশ পর্যন্ত বিস্তৃত হচ্ছে। পরে তা ধীরে ধীরে অন্য প্রতিবেশী দেশেও ছড়িয়ে পড়বে।
সম্প্রতি ইউক্রেনে ডিপ্লিটেড ইউরেনিয়ামসমৃদ্ধ গোলাবারুদ পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এর প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্ট বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।