DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

রাশিয়া থেকে দূরত্ব বজায় রেখে কৃষ্ণ সাগরে মার্কিন ড্রোন

Astha Desk
মার্চ ২০, ২০২৩ ১২:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

রাশিয়া থেকে দূরত্ব বজায় রেখে কৃষ্ণ সাগরে মার্কিন ড্রোন

আস্থা ডেস্কঃ

গেলো সপ্তাহে ড্রোন ধ্বংস করার পর উত্তেজনার মধ্যেই কৃষ্ণ সাগরে আবারও একটি ড্রোন পাঠালো যুক্তরাষ্ট্র। যদিও এবার রাশিয়া থেকে দূরত্ব বজায় রেখেছে ড্রোনটি। তবে ড্রোনটি মর্ডেল পরিবর্তন করা হয়েছে। যার নাম গ্লোবাল হক ড্রোন। গেলো সপ্তাহে যে ড্রোনটি রাশিয়া ধ্বংস করেছে সেটি এমকিউ-৯ রিপার মডেলের। কৃষ্ণ সাগরের অংশে এই ড্রোনের মিশন স্থায়ী হয় মাত্র দুই ঘন্টা। এর আগে সেখানে সাধারণত ১২ ঘন্টা ওড়াউড়ি করতো।

 

সূত্র জানায়, এমকিউ-৯ রিপার ড্রোনটি যেখানে বিধ্বস্ত হয়েছিল তার থেকে প্রায় ১শ কিলোমিটার দূর দিয়ে উড়ে যায় এটি। ফ্লাইট ট্র্যাকিং সাইট বলছে যে, আরকিউ-ফোর গ্লোবাল হক ড্রোন দক্ষিণ এবং পূর্বে যাওয়ার আগে রোমানিয়ার আকাশ সীমায় চক্কর দেয়। ড্রোনটি কৃষ্ণ সাগরের পূর্ব অংশে কয়েকবার পাক দিয়েছে। তবে কখনোই ক্রাইমিয়া ভূখণ্ডের ১শ কিলোমিটারের কাছে যায়নি।

 

পরে নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে গ্লোবাল হক-ফোর ড্রোনের মিশন পরিচালনার কথা নিশ্চিত করেন। তিনি বলেন, গত মঙ্গলবার ড্রোন বিধ্বস্তের ঘটনার পর এই প্রথম এ ধরনের ফ্লাইট পরিচালনা করা হলো। তবে, এর আগে পেন্টাগন বলেছিল যে, রাশিয়ার নৌ বাহিনীর তৎপরতা পর্যবেক্ষণের জন্য কৃষ্ণসাগরে আবারো ড্রোন পাঠানো হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০