DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

রিফাত হত্যা মামলায় যেভাবে সাক্ষী থেকে আসামি হলেন মিন্নি

News Editor
সেপ্টেম্বর ৩০, ২০২০ ১১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় আয়েশা সিদ্দিকা মিন্নিকে প্রথমে সাক্ষী করা হলেও মামলার তদন্তে গিয়ে আসামি করা হয়। ১ সেপ্টেম্বর মিন্নিকে প্রাপ্তবয়স্ক আসামিদের মধ্যে ৭ নম্বর আসামি করে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় শাহনেওয়াজ শরীফ ওরফে রিফাত শরীফকে। ওই সময় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি স্বামীকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করেন। কিন্তু হত্যাকারীদের ধারালো দা-এর আঘাতে গুরুতর হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ওইদিন বিকেলেই মারা যান রিফাত। রিফাতকে বাঁচানোর চেষ্টার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে মিন্নির প্রশংসা করেন অনেকেই। এ ঘটনায় ২৭ জুন রিফাতের বাবা আব্দুল হালিম দুলাল শরীফ একটি হত্যা মামলা করলে সেখানেও মিন্নিকে সাক্ষী করা হয়।

মামলার তদন্তে নেমে এক পর্যায়ে হত্যাকারী নয়ন বন্ডের সঙ্গে মিন্নির সম্পর্কের প্রমাণ পান তদন্ত কর্মকর্তা বরগুনা সদর থানার ওসি (তদন্ত) মো. হুমায়ুন কবির। আগের বিয়ের তথ্য গোপন, নয়ন বন্ডের সঙ্গে সম্পর্ক বজায় রাখা, হত্যার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হত্যাকাণ্ডের ২০ দিন পর ২০১৯ সালের ১৬ জুলাই আয়েশা সিদ্দিকা মিন্নিকে গ্রেফতার করে পুলিশ। প্রধান সাক্ষী থেকে আসামি হয়ে যান মিন্নি। মামলাটিও মোড় নেয় অন্যদিকে।

এরপর নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হাইকোর্ট থেকে বিচারিক কার্যক্রম চলমান থাকার সময় পর্যন্ত বাবা মোজাম্মেল হোসেন কিশোরের জিম্মায় জামিন পান মিন্নি। বিচারিক কার্যক্রম শেষ হওয়ার পর ওই বছরের ১৬ সেপ্টেম্বর থেকে নিজের আইনজীবী মাহবুবুল বারী আসলামের জিম্মায় জামিনে রয়েছেন মিন্নি।

রিফাত হত্যা:বাবার সঙ্গে আদালতে মিন্নি,আদালতে নিরাপত্তা জোরদার

মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেন, প্রভাবশালী মহলের ইন্ধনে আমার মেয়েকে সাক্ষী থেকে আসামি করা হয়েছে। সারা দেশের মানুষ দেখেছে আমার মেয়ে মিন্নি কিভাবে তার স্বামী রিফাতকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করেছে। মামলা ভিন্নখাতে প্রবাহিত করতেই মিন্নিকে আসামি করা হয়েছে।

আরো পড়ুন :  বেনাপোলে তৃতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট, ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের ভোগান্তি

তিনি আরো বলেন, ২০১৯ সালের ১৬ জুলাই আমার বাসা থেকে আমাকেসহ আমার মেয়েকে পুলিশ লাইনে নিয়ে আসে আসামি শনাক্ত ও জবানবন্দি নেয়ার জন্য। কিন্তু সকাল পৌনে ১০টার দিকে এনে রাত ৯টায় তাকে গ্রেফতার দেখানো হয়। এর কোনো কারণ আমি আজও বুঝতে পারছি না।

মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, আমরা শুরু থেকে বলে আসছি মিন্নি নির্দোষ। মিন্নি যদি রিফাত শরীফকে হত্যার চেষ্টাই করবে তাহলে কেন সে সময় আসামিদের ধারালো অস্ত্রের মুখে রিফাতকে বাঁচানোর চেষ্টা করবে? রিফাত শরীফ মৃত্যুর আগে তার বাবার কাছে বলে গেছে মিন্নি এ মামলার সাক্ষী। আমরা মিন্নিকে নির্দোষ প্রমাণের জন্য আদালতে তথ্য উপাত্ত উপস্থাপন করেছি। আদালতের রায়ের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০