রোকন হত্যা কারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
আতিকুর রহমান আতিক, মফস্বল ডেস্ক থেকে :
রোকন হত্যা কারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধা মানববন্ধন হয়েছে।
২৭ জুন রবিবার দুপুরে শহরের ডিবি রোডের গানাস মার্কেটের সামনে সচেতন এলাকাবাসির আয়োজনে এ মানববন্ধন পালিত হয়।
প্রচন্ড রোদ উপেক্ষা করে হাজারো নারীপুরুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন, নিহত রোকনের স্ত্রীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী বৃন্দ।
বক্তারা দ্রুত রোকন হত্যার সাথে জড়িত সকল ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
উল্লেখ্যযে, গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া বাজারে পাশাপাশি দুইটি মিষ্টির দোকান ভাই ভাই হোটেল ও কাজী হোটেলের মিষ্টি আলাদা আলাদা দামে বিক্রয় করা নিয়ে দুই দোকানির মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। বিষয়টি মীমাংসা করতে রামচন্দ্রপুর ইউপি মেম্বার আশিকুজ্জামান সাথীকে জানালে মেম্বার গত বৃহস্পতিবার (১৭জুন) রাতে সোহেলের বাবা কাজি হোটেলের মালিক শফি কাজীর সঙ্গে কথা বলতে যান।
এসময় তাদেও মধ্যে বাকবিতন্ডার এক পর্যয়ে সোহেল ও তার লোকজন মেম্বার ওপর হামলা করে। খবর পেয়ে মেম্বার এর দুই চাচা জিল্লুর রহমান ও রোকন মিয়া এগিয়ে এলে তাদের উপরেও হামলা করে।
এতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে রোকন মিয়া মারা যান। গুরুতর আহত জিল্লুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জিল্লুর রহমান বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে।