DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৬ই মে ২০২৪
ঢাকাসোমবার ৬ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

রোয়াংছড়িতে জাতীয় সমবায় দিবস পালিত

Abdullah
নভেম্বর ৪, ২০২৩ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

রোয়াংছড়িতে জাতীয় সমবায় দিবস পালিত

হ্লাছোহ্রী মারমা/রোয়াংছড়ি প্রতিনিধিঃ

সারাদেশে ন্যায় “সমবায় সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই শীর্ষক প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বান্দরবানের রোয়াংছড়িতে ৫২তম সমবায় দিবস উদযাপিত হয়েছে।

আজ শনিবার (৪ নভেম্বর/২৩) সকালে এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন ও আলোচনা সভা উপজেলা পরিষদ সভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খোরশেদ আলম চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, ইউআরসি ইনষ্ট্রাক্টর মোঃ মুমিনুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা নুপ্রুচিং মারমা, সমাজসেবা কর্মকর্তা থুইয়ইনু মারাম, সমবায় কর্মকর্তা মোঃ মাহবুবর রহমান, রোয়াংছড়ি থানার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

এসময় বক্তব্য রাখেন, পল্লী উন্নয়ন বোর্ড অফিসের কর্মকর্তা পুলুমা মারমা, অপরাজিতা সমিতির সভাপতি অনিতা রাণী তঞ্চঙ্গ্যা, ক্রেডি ইউনিয়ন সমিতির সদস্য মাউসাং মারমা, কৃষক সমিতির সভাপতি অংম্রাংচিং মারমা, ক্যসিং মারমা, চন্দ্র তঞ্চঙ্গ্যা প্রমূখ।

দিবসটি উপলক্ষে সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ৪৫টি সমবায় সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১