শিরোনাম:
র্যাবের অভিযানে ৫২ বোতল ফেনসিডিলসহ আটক ১
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৫:৩৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৪৭ বার পড়া হয়েছে
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে ৫২ বোতল ফেনসিডিলসহ সাগর হোসেন (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে জীবননগর উপজেলার ৭ নম্বর ওয়ার্ড শাপলাকলিপাড়ায় এই অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক সাগর হোসেন জীবননগর উপজেলার পোস্ট অফিস পাড়ার মৃত কহর আলীর ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল জীবননগর উপজেলার ৭ নম্বর ওয়ার্ড শাপলাকলিপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সাগর হোসেনকে আটক করে। এসময় আটক সাগরের নিকট থেকে ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত ফেনসিডিল ও আটক সাগরকে জীবননগর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারার মামলা করা হয়।



















