লিগ্যাল এইড’র ফরিয়াদীকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রেখে আইনী সহায়তা
- আপডেট সময় : ১১:৪৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৫৫ বার পড়া হয়েছে
লিগ্যাল এইড’র ফরিয়াদীকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রেখে আইনী সহায়তা
মুহাম্মদ ইলিয়াস/রাঙামাটি প্রতিনিধিঃ
রাঙামাটি জেলা লিগ্যাল এইড’র উদ্যোগে ভিকটিম পেলো নিরাপত্তা আশ্রয় ও আইনী সহায়তা। অসহায় মানুষের জন্য এ ধরনের পদক্ষেপ মানবতার অনন্য নজির।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জেলার কাপ্তাই উপজেলার এক মহিলা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেড়ে আপন বড় ভাইয়ের প্রহারে গুরুতর আহত হয়। এরপর ফরিয়াদী মহিলা রাঙামাটি লিগ্যাল এইড অফিসে অভিযোগ নিয়ে এসে সাহায্য প্রার্থনা করেন।
বেদম প্রহারে প্রহৃত মহিলা ঠিক মতো দাঁড়াতে অক্ষম অবস্থায় লিগ্যাল এইড অফিসে পৌছে। ভিকটিমের নাজুক শারীরিক অবস্থা ও নিরাপত্তার বিষয় বিবেচনায় তার কিশোরী মেয়েসহ তাকে রাঙামাটি জেলা ভিকটিম সাপোর্ট সেন্টারে রেখে চিকিৎসা করানো হয়। দু’দিন ভিকটিম সাপোর্ট সেন্টারে থেকে লিগ্যাল এইড’র মাধ্যমে আইনী সহায়তা নিয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন।
রাঙামাটি জেলা আইনজীবি সমিতি সভাপতি কল্যাণ মিত্র বলেন, লিগ্যাল এইড’র এই কার্যক্রমের অব্যাহত থাকলে দেশে মামলার জট অনেক কমে যাবে। মামলা বাড়লে, আইনজীবীগণের লাভ। তারপরও বলবো, লিগ্যাল এইড অসহায় ও গরীব মানুষের প্রধান অবলম্বন।
রাঙামাটি জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ মোঃ জুনাইদ বলেন, সরকারি খরচে অসহায় মানুষ এখন সব রকম আইনগত সাহায্য পাচ্ছে। লিগ্যাল এইড অফিস সবার জন্য উন্মুক্ত। তদবিরবাজি, হয়রানি ও ভয়-ভীতি প্রদর্শনের দিন শেষ।
[irp]


















