বৈরুত বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয় চট্টগ্রাম নৌঘাঁটিতে ফিরেছে। দীর্ঘ ২ মাস ২০ দিন পর ৬ হাজার নট্যিকাল মাইল পাড়ি দিয়ে বিএনএস বিজয় রোববার সকালে এসে নৌঘাঁটিতে পৌঁছেছে।
৪ আগস্ট লেবাননের বৈরুত বন্দরে বিস্ফোরণে জাতিসংঘের পক্ষ থেকে নিয়োজিত বিএনএস বিজয় ক্ষতিগ্রস্ত হয়। এ সময় জাহাজে থাকা ২১ জন নাবিক আহত হন।
এ ঘটনার পর জাহাজটির স্থলে ৯ আগস্ট বাংলাদেশ থেকে নৌবাহিনীর বিএনএস সংগ্রাম জাহাজটি লেবাননের উদ্দেশে রওনা হয়। জাহাজটি সেখানে পৌঁছালে দায়িত্ব বুঝিয়ে দিয়ে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে বিএনএস বিজয়। ফেরার পথে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত অংশগুলো তুরস্কে মেরামত করা হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।