ডিজিটাল বাংলাদেশ। দিন বদলের পালা হলেও মুন্সীগঞ্জ জেলাধীন লৌহজংয়ের লোকজনের ভাগ্য বদলের কোন পরিবর্তন ঘটেনি। গোটা লৌহজংয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম দিন দিন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছেই। কিন্তু বৃদ্ধি পাচ্ছেনা তাদের আয়। স্মার্ট বাংলাদেশ যেন দূর্ভিক্ষের দেশে পরিণত হতে চলেছে। বিপাকে পড়েছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের লোকজন। এক প্রকার তরকারি দিয়ে তিনবেলা ভাত খাওয়া কষ্টকর ব্যাপার হয়ে দাড়িয়েছে। গ্রামাঞ্চলে অনেক পরিবারকে ক্ষেত বা খালের পাড় থেকে কচুসহ বিভিন্ন শাঁক এনে রান্না করে খেতে দেখা যাচ্ছে। কাঁচামাল, মাছ, গোশত, দুধ, ওষুধ, কনফেকশনারী খাবার, কসমেটিকস, কাপড় সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম লাগামহীন পাগলা ঘোড়ার মতো বেড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে লৌহজংয়ের লোকজন। এ ব্যাপারে বাজার নিয়ন্ত্রণে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন লৌহজংবাসী।
আ স ম আবু তালেব, মুন্সীগঞ্জ
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।