লৌহজংয়ে ফের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি
আ স ম আবু তালেব/লৌহজং প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ জেলার লৌহজংয়ে নিত্য প্রয়োজনীর পণ্যের দাম দিন দিন অস্বাভাবিক ভাবে বেড়েই চলেছে। বাড়ছে না আয় কিন্তু বেড়েছে ব্যয়। এতে লোকজন দিশেহারা হয়ে পড়েছে। তিন বেলা খাবার, সন্তানের লেখা-পড়া, কাপড়-চোপড়, চিকিৎসার টাকাসহ বিভিন্ন খাতে টাকা যোগান দিতে হিমশিম খাচ্ছে নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা। কেনা+কাটা নিয়ে অনেকের সুখের সংসার বর্তমানে দূঃখের সংসারে পরিণত হয়েছে। পারিবারিক দ্বন্দ্বে কারো কারো সংসার ভাঙার উপক্রম হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কাঁচাবাজারে দাম একেক দোকানে একেক রকম। গোল আলু ২০ থেকে ২৫ টাকা, বেগুন কেউ ৬০ টাকা কেউবা ৮০ টাকা কেজিতে বিক্রি করছে। শসা কেউ ৮০ টাকা কেউবা ১০০ টাকা কেজিতে বিক্রি করছে। পটল ৮০ থেকে ১০০ টাকা কেজি। টমেটো ২৫ থেকে ৩০ টাকা।এভাবে প্রায় প্রতিটি পণ্যেই দামের তারতম্য লক্ষ্য করা গেছে। চাল, তেল লবন সহ মুদি পণ্যের দাম কমেনি প্রায় মুদি পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। পোল্ট্রি মুরগি ২৫০ টাকা কেজি। গরুর মাংস ৮০০ টাকা কেজি, দুধ ১৩০ টাকা থেকে ১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ইলিশের কেজি ২০০ টাকা বেড়েছে। পাঙ্গাস মাছ ২১০ থেকে ২৩০ টাকা কেজি, বিভিন্ন প্রজাতির মাছের দাম বাড়ছে।
রেডিমেড পোশাক, জুতা ও কসমেটিকসসহ বিভিন্ন পণ্য এখন নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের নিকট সোনার হরিনের মতোই। শীঘ্রই বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে এদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত করা অসম্ভব হয়ে দাড়াবে বলে সচেতন মহল মনে করেন।