লৌহজংয়ে ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত
আ স ম আবু তালেব/লৌহজং প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজংয়ে এনজিও ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ‘বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক কর্মশালা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়াল।
ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর মোঃ আল-আমিন সঞ্চালিত ও মাইগ্রেশন প্রোগ্রামের সহকারী ব্যবস্থাপক অ্যালিস অ্যান্থনি গোমেজের মূল প্রবন্ধ উপস্থাপিত উন্মুক্ত আলোচনায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা বাদশা ফয়সাল, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু, প্রবাসী ফোরাম লৌহজং শাখার সভাপতি বাতেন বাবুল, বিদেশ ফেরত প্রবাসী মোঃ কাঞ্চন প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলার ছয়টি ইউনিয়নের বিদেশ-ফেরত প্রবাসীদের কাউন্সেলিং, আর্থিকভাবে সহায়তা প্রদানসহ নানাভাবে সহযোগিতা করাই কর্মশালার উদ্দেশ্য বলে জানান ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর মোঃ আল-আমিন।