শেখ সাগর আহমেদ , বাগেরহাট জেলা প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় মোটরসাইকেলের ধাক্কায় আকলিমা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সাইনবোর্ড–বগী আঞ্চলিক মহাসড়কের শরণখোলা উপজেলার আমড়াগাছিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আকলিমা বেগম উপজেলার দক্ষিণ বাদাল গ্রামের হাকিম হাওলাদারের স্ত্রী।
দেওয়ানগঞ্জ নারী নির্যাতন মামলায় ইউপি সদস্য গ্রেফতার
শরণখালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান সংবাদকর্মীদের কে বলেন, আকলিমা রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে আকলিমা ও মোটরসাইকেল চালক সাগর দুইজনই গুরুত্বর আহত হন। এসময় ওই নারী ও মোটরসাইকেল চালক সাগরকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আকলিমাকে মৃত ঘোষণা করেন। আহত সাগরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।