শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিলেন জেলা পরিষদ
- আপডেট সময় : ০৯:০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
- / ১০৫৮ বার পড়া হয়েছে
শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিলেন জেলা পরিষদ
এস. এম. স্বাধীন/শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিলেন জেলা পরিষদ। আজ শনিবার শরীয়তপুর জেলা পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, বীরত্বগাঁথা, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই সম্মাননা প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।
শরীয়তপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ শামীম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজর প্রফেসর অধ্যক্ষ মোঃ হারুন অর রশীদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভা মেয়র এ্যাড পারভেজ রহমান জন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সরদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সিকদার, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব রাজ্জাক প্রমুখ। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুস্পোমাল্য ও পায়ড়া উড়িয়ে মহান স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।
[irp]


















