শাটডাউন থেকে রক্ষা পেলো জো বাইডেন
আন্তর্জাতিক ডেস্কঃ
পার্লামেন্টের দুই কক্ষেই স্বল্পমেয়াদী তহবিল চুক্তিতে সম্মত হওয়ার জেরে অচলবস্থা থেকে বেচে গেলো বাইডেন সরকার। আজ রোববার (১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিলটি পাস হওয়ায় নভেম্বরের মধ্য সময় পর্যন্ত ফেডারেল সরকারকে অর্থায়ন করা হবে। তবে, এ সময়ে ইউক্রেনকে নতুন করে সহায়তার জন্য কেন্দ্রীয় সরকারকে কোনো অর্থ দেওয়া হবে না। পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে ৮৮ ভোট পেয়ে বিলটি পাস হয়। আর বিলের বিপক্ষে ভোট পড়েছিল নয়টি।
ফেডারেল সরকারকে ৪৫ দিনের অর্থায়নের প্রস্তাবটি নিম্নকক্ষের স্পিকার কেভিন ম্যাকার্থি
তুললেও রিপাবলিকান নেতৃত্বাধীন পার্লামেন্টে নিজের দলের রাজনীতিকদের কারণে বিলটি পাস করাতে পারেননি স্পিকার।
শাটডাউনের ফলে হাজার হাজার ফেডারেল কর্মচারী বিনা বেতনে ছুটিতে চলে যেত। সামরিক বাহিনীতে নিযুক্তদের বেতন দিতে দেরি হতো। জরুরি বাদে সব সরকারি পরিষেবা বন্ধ হয়ে যেত। চুক্তি না হলে স্থানীয় সময় রোববার ১২টা ১ মিনিটে (গ্রিনিচ মান অনুযায়ী সময় ০৪:০১) শাটডাউন শুরু হতো।