শার্শায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
- আপডেট সময় : ০২:২৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
- / ১০৫৭ বার পড়া হয়েছে
শার্শায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
এম ওসমান/শার্শা (যশোর) প্রতিনিধিঃ
শার্শা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” বিষয়ক আলেচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮৫ যশোর-১ এর মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান, শার্শা থানার তদন্ত ওসি তারিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার প্রমুখ।
[irp]


















