DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

শার্শায় গৃহকর্মী ধর্ষণ, যুবক গ্রেফতার

News Editor
অক্টোবর ৭, ২০২০ ১২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

যশোরের শার্শায় গৃহকর্মীকে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগে আবীর হাসান (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৬ অক্টোবর) সন্ধ্যায় গৃহকর্মী বাদী হয়ে মামলা করলে শার্শা থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।

এবার যুবক বলাৎকারের শিকার

গ্রেফতার আবীর হাসান শার্শা উপজেলার নাভারণ রেলস্টেশন এলাকার এনামুল হকের ছেলে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বদরুল আলম খান জানান, আবির হাসান দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রলোভন আর ভয়ভীতি দেখিয়ে গৃহকর্মীকে অবৈধ মেলামেশায় বাধ্য করে। একপর্যায়ে সে বাধা দিলে তার পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখে সে। মেয়েটির সাথে তার স্বজনেরা দেখা করতে গেলে বিভিন্ন অজুহাতে টাকা দিয়ে বিদায় করে দিতেন আবির। মেয়েটি কৌশলে ঘটনাটি তার বাড়ির মানুষকে জানায়। পরে মেয়েটির ফুপু তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি আরো জানান, এ ঘটনায় ভিকটিমের আলামত পরীক্ষার জন্য বুধবার সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।