দাবি ছিল ২০ শতাংশ—আন্দোলনের চাপে সরকার দিল অর্ধেক ছাড়; প্রথম ধাপে ৭.৫%, পরের ধাপে বাকি অংশ বাস্তবায়নের আশ্বাস
শিক্ষকদের বাড়িভাড়া ভাতা হবে মোট ১৫ শতাংশ, দুই ধাপে দেওয়া হবে
- আপডেট সময় : ০১:১৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / ১০১৮ বার পড়া হয়েছে
সরকার হিসেবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ নির্ধারণ করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে। তবে এটি一সঙ্গে নয়, দুই ধাপে দেওয়া হবে।
এই সিদ্ধান্ত মঙ্গলবার এক সভায় নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা সি. র্যাব্বান আহমেদ এবং আন্দোলনরত শিক্ষক নেতারা।
প্রথম ধাপে, চলতি অর্থবছরে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ৭.৫ শতাংশ বাড়িভাড়া ভাতা পাবেন। এরপর আগামী অর্থবছর থেকে বাকি ৭.৫ শতাংশ কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এক্ষেত্রে উল্লেখযোগ্য যে, সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা ইতিমধ্যে ২০ শতাংশ বাড়িভাড়া ভাতাসহ তিন দফা দাবিতে শহীদ মিনার এলাকায় আমরণ অনশনে অবস্থান করছেন। তাদের আন্দোলন ইতিমধ্যে ১০ দিনে পৌঁছেছে।
—
বিশ্লেষণ:
এই সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বাসস্থানের খরচ কিছুটা হলেও সাপোর্ট করবে। চলতি সময়ে বাড়ি ভাড়া ও বাসস্থান-সংক্রান্ত ব্যয় শিক্ষকদের জন্য একটি বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। তবে পুরো হারের একসাথে বাস্তবায়ন না করে ধাপে ধাপে দেয়ার সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ রয়েছে— বিশেষ করে খরচ দ্রুত বাড়ার প্রেক্ষাপটে প্রথম ধাপের ভাতা যথেষ্ট হবে কি না সে বিষয়ে সংশয় রয়েছে। আন্দোলনকারী শিক্ষক নেতারা তাদের দাবি মোট ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা নিয়ে করছিলেন; তাই আগামী অর্থবছরে বাকি ৭.৫ শতাংশ পূরণ না হলে তারা পুনরায় আন্দোলনে যেতে পারেন।
এমএইচ/আস্থা