DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

শিক্ষাঙ্গনে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

Ellias Hossain
জুলাই ১৩, ২০২৩ ১২:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

শিক্ষাঙ্গনে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

 

রিয়াজুল হক সাগর/রংপুর প্রতিনিধিঃ

রংপুর জেলার বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় এর অডিটোরিয়ামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে “শিক্ষাঙ্গনে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ১২ জুলাই ২০২৩ সকাল ১১ টায় বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ সভা” অনুষ্ঠিত হয়।

 

বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ময়নুল হক সরকার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন, বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ, বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি ও পেশার সাধারণ মানুষ।

 

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। এজন্য পুলিশ ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকসহ অন্যান্য অপরাধের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে যথাযথ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য পুলিশ সুপার মহোদয় সর্বসাধারণের নিকট উদাত্ত আহ্বান জানান।

 

সংশ্লিষ্ট আলোচনার অংশ হিসেবে শিক্ষাঙ্গনকে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদমুক্ত রাখার অভিপ্রায়ে উপস্থিত ৫ জন শিক্ষার্থীর জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেন প্রধান অতিথি এবং সেই সাথে তিনি শিক্ষার্থীদের পুরষ্কৃত করেন ও  উপস্থিত সকলকে মাদকের বিরুদ্ধে শপথবাক্য পাঠ করান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০