শেখ আবদুল্লাহ চট্রগ্রাম, প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সব শহীদদের রূহের মাগফেরাত কামনায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, চট্রগ্রাম মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল তবরুক বিতরণ অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার (৩১ আগস্ট) বিকালে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, চট্রগ্রাম মহানগর শাখার সাধারন সম্পাদক আবুল মনছুর মো : মাইনুদ্দিনের সভাপতিত্বে পাহাড়তলী থানার উপদেষ্টা শহিদুল ইসলাম শহিদের সঞ্চালনায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল তবরুক বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিস্টেম কন্টোল, বিদুৎ উন্নয়ন চট্রগ্রাম বোর্ড নির্বাহী প্রকোশলী, আ ফ ম মোস্তাফিজুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথর ঘাটা ওয়ার্ড কাউন্সিলর বাবু পুলক খাস্তগীর, দক্ষিন কোরিয়া আওয়ামীলীগের সভাপতি সুফিয়ান সিকদার, মহা নগরের সাংগঠনিক সম্পাদক জেরিনা রোজী, পাহাড়তলী থানার আহ্বায়ক মিজানুল হক সাজু, ডবলমুরিং থানার রাজু, কোতোয়ালী থানার হারুনুর রশিদ, হাতেমুর রশিদ মুন্না প্রমুখ।