ইফতেখার আহমেদ: শেখ হাসিনা উজ্জ্বল নক্ষত্র।শেখ হাসিনা বঙ্গবন্ধুর তৈরি করা পথ পাড়ি দিয়ে সব সূচকে অগ্রগতি, সাফল্য আর উন্নয়নের ফানুস উড়িয়ে দেশকে বিশ্ব দরবারে সম্মানিত স্থানে নিয়ে গেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একটি দল ও দেশকে নেতৃত্ব দেওয়ার মধ্যমে বিশ্বের যে কজন নেতা দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের অবস্থানকে পাকাপোক্ত করতে সক্ষম হয়েছেন, নেতা থেকে হয়ে উঠেছেন বিশ্বনেতা, সরকার বা রাষ্ট্রপ্রধান থেকে হয়ে উঠেছেন রাষ্ট্রনায়ক, তাদের সারিতে শেখ হাসিনা তার স্থান করে নিয়েছেন আরও আগেই।
সাম্প্রতিক বিশ্বে যে কজন নেতার নাম বিভিন্ন কারণে বার বার উচ্চারিত হয়, তাদের মধ্যেও তিনি রয়েছেন। গত এক দশক ধরে বিশ্বের প্রভাবশালী গণমাধ্যম, সংগঠন, সংস্থাগুলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সন্দেহাতীভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে ক্ষমতাধর, প্রভাবশীল, মানবিক ও সৎ সরকার প্রধান হিসেবে গণ্য করে আসছে।
ফোর্বস সাময়িকীর দৃষ্টিতে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় ২০১৭ সালে তার অবস্থান ছিল ৩০তম, পরের বছর আরও চার ধাপ এগিয়ে ছিল ২৬তম। এছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক ফরেইন পলিসি নামক সাময়িকীর করা বিশ্বব্যাপী শীর্ষ ১০০ বৈশ্বিক চিন্তাবিদদের তালিকায় শেখ হাসিনা জায়গা করে নিয়েছেন। তিনি বিশ্ব নারী নেত্রী পরিষদের একজন সদস্য, যা বর্তমান ও সাবেক নারী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক।
বিগত সময়ে বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিজ্ঞান ও তথ্যপ্রযুত্তি, সামাজিক নিরাপত্তা বেষ্টনীসহ বিভিন্ন খাতের উন্নয়ন দেশের ভেতর ও বাইরে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
বিশ্বের বুকে বাংলাদেশ এখন শুধু উন্নয়নের রোল মডেলই নয়, একটি মানবিক রাষ্ট্র হিসেবেও প্রশংসিত। কথিত তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজ ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার পাশাপাশি খাদ্য, বস্ত্র-চিকিৎসার দায়িত্ব নেয়।
বিশ্লেষকরা মনে করেন, এ সবকিছুই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়চেতা ও সাহসী নেতৃত্বের কারণে।
প্রধানমন্ত্রীর এসকল উন্নয়ন কর্মাকাণ্ডে বিমোহিত হয়ে ‘শেখ হাসিনা উজ্জ্বল নক্ষত্র’ শিরোনামে চমৎকার একটি কবিতা রচনা করেছেন দৈনিক আস্থার সম্পাদক ইফতেখার আহমেদ। পাঠকদের জন্য সেই চমৎকার কবিতাটি তুলে ধরা হলো-
শেখ হাসিনা উজ্জ্বল নক্ষত্র –
শেখ হাসিনা কোটি তারার মাঝে একটি চাঁদ
গভীর অন্ধকার রাতে জোছনা রাত,
শেখ হাসিনা হাজার ফুলের মাঝে ফুটন্ত গোলাপ
মানবতা ফুটন্ত ফুল এগিয়ে বহুধাপ।
শেখ হাসিনা কোটি নারীদের মাঝে শ্রেষ্ঠ নারী
তার হাত ধরে সুখের রাজ্যে জনগণ দিয়েছে পাড়ি,
শেখ হাসিনা বিশ্ব বিবেকে মানবতার জননী
দেশ ও জাতির কল্যানে কাজ করে দিন রজনী।
শেখ হাসিনা সৎ সাহসী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা
আলোকিত দেশ গড়েছে শীতল পাহাড়ি ঝর্ণা,
শেখ হাসিনা উন্নয়নের মহা সড়কের মূল কিনারায়
শক্তিশালী অর্থনীতি, খাদ্য, শিক্ষা, বস্ত্র, চিকিৎসায়।
শেখ হাসিনা সৎ সাহসী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা
আলোকিত দেশ গড়েছে শীতল পাহাড়ি ঝর্ণা,
শেখ হাসিনা উন্নয়নের মহা সড়কের মূল কিনারায়
শক্তিশালী অর্থনীতি, খাদ্য, শিক্ষা, বস্ত্র, চিকিৎসায়।
শেখ হাসিনা বিশ্বের দোয়ারে উজ্জ্বল নক্ষত্র
কোটি বাঙালীর চোখের মনি ভালোবাসার রঙিন পত্র,
শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের রুপকার
বদলে দিয়েছে দেশের ভাগ্য মুছে গেছে কালো আঁধার।
কওমি শিক্ষার জননী শেখ হাসিনা মমতাময়ী
কথায় কাজে উন্নয়ন বিশ্বে বাঙালি জয়ী,
শেখ হাসিনা সৎ সাহসী ধার্মিক জননেত্রী
উন্নয়নের মহাসড়কে আমরা সবাই যাত্রী।
শেখ হাসিনা মুজিব আদর্শে ঘটিত এক ব্যক্তি
দেশ বিদেশে নারী নেতৃত্বে এক মহাকাল শক্তি,
কি করে করবো পূরণ উনার অবদান আর ঋণ শোধ
Da/IA