DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১১ই মে ২০২৫
ঢাকারবিবার ১১ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

সংবিধান অনুযায়ী অর্পিত দায়িত্ব পালন করবে বিজিবি-মহাপরিচালক

Astha Desk
সেপ্টেম্বর ২৪, ২০২৩ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

সংবিধান অনুযায়ী অর্পিত দায়িত্ব পালন করবে বিজিবি-মহাপরিচালক

স্টাফ রিপোর্টারঃ

আমরা যতটুকু জানি আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন নির্বাচনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত আছে। আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তাসহ আমাদের সাধারণ জনবলের ব্যক্তিগত নিরাপত্তা, সরকারি স্থাপনা ও নিরাপত্তাসহ যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। দ্বাদশ জাতীয় নির্বাচনে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বিজিবি। যে কোনো নির্বাচনে বিজিবি দক্ষতা, পেশাদারিত্ব বজায় রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে।

আজ রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পিলখানায় বিজিবি সদর দপ্তরে ফোর্স সাপোর্টিং উইংয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কে এম নাজমুল হাসান এসব কথা বলেন।

বিজিবির ডিজি বলেন, ‘আমাদের সংবিধান আছে। সংবিধান অনুযায়ী আমরা আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করব। আমরা আশা করি আমাদের ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারির সঙ্গে দেশের স্বার্থে, দেশের জনগণের নিরাপত্তার স্বার্থে বিজিবি যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮