সংসদ নির্বাচনে মনোনয়নের সময়সীমা বাড়ানোর আবেদন
- আপডেট সময় : ০৩:০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / ১০৩৩ বার পড়া হয়েছে
সংসদ নির্বাচনে মনোনয়নের সময়সীমা বাড়ানোর আবেদন
স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নের সময়সীমা বাড়ানোর আবেদন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট তাহেরা খাতুন।
রোববার প্রধান নির্বাচন কমিশন বরাবর এ আবেদন করেন তিনি। মনোনয়ন ফরম জমা দেয়ার সময়সীমা ৩ দিন বৃদ্ধির জন্য সারা দেশের পক্ষ থেকে তিনি আবেদন করেন বলে আবেদনপত্রে উল্লেখ করেছেন এই আইনজীবী।
আবেদনের ওই আইনজীবী বলেন, সারা জাতির মধ্যে একটি আশার আলো সৃষ্টি করেছে। রাষ্ট্রের প্রতিটি নাগরিক একটি অবাধ ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে তার রাজনৈতিক অধিকার প্রয়োগ করবে এটাই স্বাভাবিক।
অনেক ত্যাগের বিনিময়ে তরুণ সমাজ এই নির্বাচনকে একটি আশার আলো দেখাচ্ছে। আমার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ-১ সংসদীয় এলাকা থেকে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে যাচ্ছি। সংসদীয় আসনের ১% ভোটারের স্বাক্ষর সংগ্রহ একটি কঠিন ও ঝুকিপূর্ণ কাজ। এর মূলে রয়েছে অস্থির রাজনৈতিক ব্যবস্থা ও অবনতিশীল আইনশৃঙ্খলার পরিবেশ। আমার সংসদীয় আসনের জনগণের মনে একটি ভীতিকর ও আতঙ্কজনক অবস্থা তৈরি করেছে কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ। তারা যেকেনো মূল্যে নির্বাচনী রায় তাদের পক্ষে নিতে চায়।
সহকারী অ্যাটর্নি জেনারেল বলেন, তরুণ প্রজন্মের একজন নারী প্রার্থী হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে এই কাজে অংশগ্রহন করছি। আমার এলাকার সাধারণ জনগণ একটি চরম ভীতিকর পরিবেশের মধ্যে আছে। তারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে স্বাক্ষর করতেও অনেক ভয় পাচ্ছেন। তাই আপনার মাধ্যমে সংশ্লিষ্ঠ এলাকার আইন-শৃঙ্খলা বাহিনীকে ও নির্বাচন কমিশনকে বিশেষ ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন জানাচ্ছি।










