হুমায়ুন কবির, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা সদরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান প্রদান করেন কিশোরগঞ্জের কৃতি সন্তান, অহংকার ও গর্ব, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন।
শুক্রবার (২৩ অক্টোবর) কিশোরগঞ্জ সদর উপজেলার বত্রিশ এলাকার শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষ্মচারি আশ্রমে শারদীয় শুভেচ্ছা বিনিময়ে যোগ দেন।
নোয়াখালীর বহিষ্কৃত যুবলীগ নেতার বিরুদ্ধে আরও এক গৃহবধূ ধর্ষণের অভিযোগ
সেখানে তিনি হিন্দু ধর্মাম্বলীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান প্রদান করেন। বক্তৃতায় তিনি বলেন, “মহামারী করোনা ভাইরাসে পুরো বিশ্ব যেখানে থমকে রয়েছে সেই অবস্থানে থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সঠিক নেতৃত্বে দেশের জনগণ আজ শান্তিতে বসবাস করতে পারছে।”
তিনি আরো বলেন, “ধর্ম যার যার উৎসব সবার।” সবাই নিরাপদে থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে পূজা পালনের আহ্বান জানান কৃষিবিদ মশিউর রহমান হুমায়ূন। সেইসাথে তিনি জেলার বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন -সভাপতি এডভোকেট কামরুল আহসান শাহজাহান,
সাধারণ সম্পাদক এডভোকেট এম.এ আফজল, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, ধর্ম বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম মাসুম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ জেলা, যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পীযূষ কান্তি সরকার, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা যুবলীগ নেতা রাশেদ জাহাঙ্গীর পল্লব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ উমান খান, রামকৃষ্ণ মিশনের সভাপতি এবং সাবেক অধ্যক্ষ রবিন্দ্রনাথ চৌধুরী, গোপিনাথ জিউর আখরার সভাপতি মানিক রঞ্জন দে।
এডভোকেট বিজয় শংকর রায়ের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালন করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ দত্ত প্রদীপ। আরও ছিলেন, কিশোরগঞ্জের সন্তান শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জামিউল আলম পরশ।