সনি হত্যা মামলার আসামি রিভলবার ও ১৫৬ রাউন্ড গুলিসহ আটক
- আপডেট সময় : ০১:২৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / ১৪৩৬ বার পড়া হয়েছে
সনি হত্যা মামলার আসামি রিভলবার ও ১৫৬ রাউন্ড গুলিসহ আটক
আস্থা ডেস্কঃ
বুয়েটের ছাত্রী সাবেকুন নাহার সনি হত্যার মামলার আসামি মোঃ মুশফিক উদ্দীন টগর (৫০)কে একটি রিভলবার ও ১৫৬ রাউন্ড গুলিসহ আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল ফায়েজুল আরেফীন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২০০২ সালে বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার আসামি মোঃ মুশফিক উদ্দীন টগরকে লালবাগ থানার আজিমপুর এলাকা থেকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি রিভলবার ও ১৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
প্রসঙ্গত, নিজ ক্যাম্পাসে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের মাঝখানে পড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সাবেকুন নাহার সনি। আটক মুশফিক উদ্দীন টগর সনি হত্যার অন্যতম আসামি।










