DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৭ই জুলাই ২০২৫
ঢাকাসোমবার ৭ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

সবাইকে গ্রেফতার করা পর্যন্ত আমি এখানে অবস্থান করবো: ঢাবি ছাত্রী

News Editor
অক্টোবর ১২, ২০২০ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে দায়ের করা মামলায় দুইজন গ্রেফতার হয়েছেন। এতে গণমাধ্যমে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভুক্তভোগী ওই ছাত্রী। তবে বাকি আসামিদের গ্রেফতারের দাবিতে অনশন অব্যাহত রেখেছেন তিনি।

সোমবার সন্ধ্যায় ওই শিক্ষার্থী জানান, ‘দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত তাদের দুইদিনের রিমান্ডও মঞ্জুর করেছেন। সেক্ষেত্রে কিছুটা আশার আলো দেখতে পাচ্ছি। তবে বাকি যে কয়জন (৬ জন) আসামি রয়েছে তাদের প্রত্যেককে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করার দাবি জানাই। সবাইকে গ্রেফতার করা পর্যন্ত আমি এখানে অবস্থান করবো।’

ধর্ষণের শিকার ঢাবি ছাত্রীকে চরিত্রহীন বললেন ভিপি নূর

শারীরিক অবস্থার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি অসুস্থ ছিলাম, ব্লাড প্রেসার কিছুটা কমে গিয়েছিল। আজকে আবার গলায়ও সমস্যা হচ্ছে। তবে এখন সুস্থ আছি’।

এর আগে গত বৃহস্পতিবার রাত থেকে ধর্ষণ মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে অনশন শুরু করেন এ ছাত্রী।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]