সরকারী খরচে আইনী সহায়তা প্রদান বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৭৪ বার পড়া হয়েছে
সরকারী খরচে আইনী সহায়তা প্রদান বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টারঃ ইউএসআইডি’র প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে) এ্যাকটিভিটির আর্থিক সহায়তায়, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে লোকাল পার্টনার ডেমক্রেসিওয়াচ ও জেলা লিগ্যাল এইড কমিটির যৌথ আয়োজনে সরকারী খরচে আইনী সহায়তা প্রদান বিষয়ে মাঠ পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক প্রাতিষ্ঠানিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) ময়মনসিংহ সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
চর নিলক্ষীয়া ইউনিয়নের চেয়ারম্যান ফারুকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে প্রশ্নোত্তোর পর্বে অংশ নেন ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড অফিসার মোসাঃ রওশন আরা রহমান (সিনিয়র সহকারী জজ)। এছাড়া বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, চর নিলক্ষীয়া ইউ সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, সমাজ সেবক এমদাদুল হক প্রমূখ উপস্থিত ছিলেন। এ সময় অনুষ্ঠানে আগত দর্শকরা তাদের নিজ নিজ সমস্যা তুলে ধরেন এবং করণীয় বিষয়ে জানতে চান।
অতিথিরা সরকারী খরচে আইনগত সহায়তার উপায়সমুহ নিয়ে আলোচনা করেন। অংশগ্রহনকারীরা দরিদ্র নারী-পুরুষদের সরকারী আইন সহায়তা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং ব্যপকভাবে ইউনিয়নব্যাপী প্রচারের উদ্যোগের প্রয়োজনীয়তা উল্লেখ করেন। এলাকার একটি লোকও যেন টাকার অভাবে সু-বিচার থেকে বঞ্চিত না হয় সেই ব্যবস্থা গ্রহন করার গুরুত্বারোপ করা হয়।পিপিজে-ময়মনসিংহ প্রকল্পের কো-অর্ডিনেটর নুরুল ইসলাম নাহিদ প্রমোটিং পিস এ্যান্ড জাস্টিস(পিপিজে)- প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম ও বাস্তবায়িত কার্যক্রমের অগ্রগতি আলোচনা করেন।
















