এ সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। জনগণকে বোকা বানাতে গণতন্ত্রের মুখোশ পরে এক ব্যক্তির শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
পদ কেনাবেচার অভ্যাস আ.লীগের নেই, এটা বিএনপির কাজ: হানিফ
এ সময় মির্জা ফখরুল বলেন, এ সরকারের আমলে দেশে নির্বাচন নির্বাচন খেলা চলছে। ক্ষমতায় টিকে থাকতে নির্বাচন কমিশন ও সরকার মিলে নির্বাচনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এ সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।