সাংবাদিক নাদিম হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়েছে সুনামগঞ্জ প্রেসক্লাব
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
বর্বরোচিত সন্ত্রাসী হামলায় নিহত ৭১ টেলিভিশন ও বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে সুনামগঞ্জ প্রেসক্লাব ।
আজ শুক্রবার (১৬ জুন) দুপুরে এক যৌথ বিবৃতিতে সাংবাদিক হত্যা’র নিন্দা ও প্রতিবাদ জানান সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শেরগুল আহমেদ ও সাধারণ সম্পাদক রওনক আহমদ বখতসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
বিবৃতিতে বলা হয় নিউজ প্রকাশের জেরে সাংবাদিক নাদিমকে হত্যা’র মাধ্যমে দেশব্যাপী সাংবাদিকদের পাশাপাশি সুনামগঞ্জে কর্মরত সাংবাদিকদের শঙ্কিত করেছে। এমন ন্যাক্কারজনক ঘটনা সাংবাদিক সমাজ মেনে নিবে না। অনতিবিলম্বে সাংবাদিকের সুরক্ষা কার্যকর প্রদক্ষেপ গ্রহণ করা হোক। সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা এখনো গ্রেফতার হয়নি তাদের দ্রততম সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তারা।
এসময় নিহত সাংবাদিক নাদিমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান সাংবাদিক নেতারা।