সাতক্ষীরায় তাজা বোমাসহ একজন আটক
- আপডেট সময় : ১০:২৭:০১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
- / ১০৬৫ বার পড়া হয়েছে
বোমা কেনার অভিনয় করে বাড়িতে পৌঁছাতেই গোয়েন্দা পুলিশের একজন এসআইকে মারধর করে পালিয়ে যায় দুর্ধর্ষ সন্ত্রাসী দিদারুল আলম রাব্বি। পরে বাড়িতে অভিযান চালিয়ে ২টি তাজা বোমাসহ রাব্বির ভাই শাহরিয়ারকে আটক করে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সাতক্ষীরার আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আবারও অপহরণ,খুনের ৬ বছর পর আদালতে হাজির মৃত ব্যক্তি
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক ইয়াসিন আলম জানান, গোপন সংবাদ আসে স্থানীয় ইউনিয়ন যুবলীগ নেতা আবদুর রউফ ও অহিদুল ইসলাম নামের দুই ব্যক্তি রাব্বির বাড়িতে বোমা রেখে প্রতিপক্ষ রমজান আলিকে ঘায়েল করার চেষ্টা করছে। এ খবর পেয়ে এসআই ফরিদ বোমা কেনার অভিনয় করে বাড়িতে গেলে দিদারুল ইসলাম রাব্বি বুঝতে পেরে তাকে কিল ঘুষি মেরে ছুটে পালিয়ে যায়। এসময় ওই বাড়িতে তল্লাশি করে দুইটি তাজা বোমাসহ রাব্বির ভাই শাহরিয়ারকে আটক করে পুলিশ।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। রাব্বির বিরুদ্ধে আশাশুনি থানায় ১৩টি মামলা আছে বলেও জানান তিনি।
পুলিশে এ কর্মকর্তা আরও জানান, আজ বুধবার তালার ডুমুরিয়া গ্রামের আবু জাফরের পুকুর থেকে দুটি পাইপ গান জব্দ করা হয়েছে।