DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২৩শে নভেম্বর ২০২৪
ঢাকাশনিবার ২৩শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের মতবিনিময়

Ellias Hossain
জুন ৮, ২০২৩ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের মতবিনিময়

 

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত সংবাদপত্র ও সাংবাদিকতার মান সংরক্ষণে সাংবাদিকতার নীতি নৈতিকতা এবং সাংবাদিকতার আচরণবিধি প্রতিপালন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক হুমায়ুন কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম।

 

এ সময় প্রধান অতিথি বলেন, ১৯৭৪ সালে বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু ছিলেন প্রথম জীবনে একজন সাংবাদিক। তিনি আরো বলেন, আইন মেনেই বাংলাদেশ প্রেস কাউন্সিল কাজ করে যাচ্ছে। মফস্বলের সাংবাদিকরা বাধ্য হয়ে অপরাধ প্রবণতায় জড়িয়ে পড়ছে।

 

শুধুমাত্র প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাই প্রেস কাউন্সিল এর আওতাভুক্ত। বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন তৈরী হওয়ার সময় ইলেকট্রনিক মিডিয়া এর অন্তর্ভুক্ত ছিল না। ইলেকট্রনিক্স মিডিয়া প্রেস কাউন্সিলের আওতাভুক্ত নয়।

 

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন সাংবাদিকরা হল সমাজের ক্রিম। বাংলাদেশ প্রেস কাউন্সিল তিরস্কার করা ছাড়া তাদের কোন বিচারিক ক্ষমতা নেই। তাই বাংলাদেশ প্রেস কাউন্সিল এর ক্ষমতা বাড়ানো দরকার। প্রকৃত সাংবাদিকদের তালিকা তৈরি করে ও ডাটাবেজ তৈরি করতে বাংলাদেশ প্রেস কাউন্সিল কাজ করে যাচ্ছে।

 

সাতক্ষীরা জেলা তথ্য কর্মকর্তা মোঃ জাহারুল ইসলাম এর স্বাগত বক্তব্যের মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) শেখ মঈনুল ইসলাম মঈন।

 

প্রেস কাউন্সিলের সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ সাখাওয়াত হোসেন এর সঞ্চালিত সভায় সাংবাদিকতার নীতি নৈতিকতা বিষয়ে আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ড. উৎপল কুমার সরকার

 

উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাতক্ষীরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, সাপ্তাহিক সুর্যের আলো পত্রিকার সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, সাংবাদিক এস এম রেজাউল ইসলাম, সাংবাদিক আবুল কাশেম, সাংবাদিক এম বেলাল হোসাইন, সাংবাদিক মশিউর রহমান ফারুক প্রমূখ।

এসময় জেলার প্রিন্ট্র ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা সেমিনার ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬