সাতক্ষীরা পৌরসভায় আবারও ধানের শীষ পেয়ে জয়ী হয়েছে তাসকিন আহমেদ চিসতি
- আপডেট সময় : ০৪:১৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৬৩ বার পড়া হয়েছে
সোহরাব হোসেন :
সাতক্ষীরা পৌরসভায় আবারও ধানের শীষ প্রতীক নিয়ে জয়যুক্ত হয়েছে তাসকিন আহমেদ চিসতি। কাউন্সিলর ১নং ওয়াডে কায়সুজ্জামান হিমেল,২নং সৈয়েদদ মাহমুদ পাপা, ৩ আইনুল ইসলাম নান্টা, ৪ কাজী ফিরোজ হাসান, ৫ আনোয়ার হোসেন মিলন,৬ শেখ মারুফ হোসেন শাওন ৭ জাহাঙ্গীর হোসেন কালু ৮ শফিকুল আলম বাবু ৯ শেখ শফিক উদৌলা সাগর বিজয়ী হয়েছে।
সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার নাজমুল কবির জানান, সাতক্ষীরা পৌরসভায় আজ রবিবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ৮টা থেকে ৯টি ওয়ার্ডের ৩৭ টি কেন্দ্রে এই প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন চলছে ।
শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের কাজ শেষ হয়েছে বলে জানান নির্বাচনে মেয়র পদে পাঁচ জন প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগের শেখ নাসেরুল হক, বিএনপির তাজকিন আহমেদ চিশতি, স্বতন্ত্র প্রার্থী নাসিম ফারুক খান মিঠু ও নুরুল হুদা এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মোস্তাফিজুর রউফ।
এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন নারী ও সাধারণ কাউন্সিলর পদে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাহ উদ্দীন জানান, সাতক্ষীরা পৌরসভার ৩৭ টি কেন্দ্রই গুরুত্বপর্ণ। গুরুত্বপর্ণ কেন্দ্র গুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও রাখা হয়েছিলো।
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ৬ শতাধিক পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত ছিল। কোথাও কোন ঝামেলা সৃষ্টি হয়নি।



















