সোহরাব হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি : আজ ২০ ই অক্টোবর মঙ্গলবার সাতহ্মীরার ১৩ নং লাবসা ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিনেরপোতা বসুন্ধরা ঈদগাহ মাঠ প্রাঙ্গনে বিকাল ৪ টায় লাবসা ইউনিয়ন ভূমিহীন সমিতির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩ নং লাবসা ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি অতিরিক্ত পিপি মোস্তাফিজুর রহমান শাহনাজ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি মোঃ কাওছার আলী সহ-সভাপতি মফিজুর রহমান সহ-সভাপতি মোঃ আব্দুস সাত্তার সহ সভাপতি শওকত আলী সাধারণ সম্পাদক আব্দুস সামাদ সাংগঠনিক সম্পাদক মোমিন হাওলাদার যুগ্ন-সম্পাদক রহমত আলী পৌর ভূমিহীনের সাধারণসম্পাদক সোহরাব হোসেন ৭ নং ওয়ার্ডের সভাপতি বাবু সহ জেলা ভূমিহীন ও ইউনিয়ন ভূমিহীনের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে লাবসা ইউনিয়নের মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তারা প্রধানমন্ত্রী ভূয়শী প্রশংসা করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে অসহায় ব্যক্তিদের জন্য প্রায় ৯লক্ষ গৃহ নির্মাণ করে দেওয়ার প্রকল্প গ্রহণ করেছেন। যা বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় সিদ্ধান্ত।
ফকিরহাটে ২৪ ঘন্টার ব্যবধানে আবারও ধর্ষণের অভিযোগে মামলা
তিনি ১৯৯৮ সালে সাতক্ষীরায় এসে খাস জমি ভূমিহীন মধ্যে বন্দোবস্ত দেওয়ার প্রতিশ্রুতি দেন। সে মোতাবেক অংশিক দেওয়া হলেও কতিপয় আমলাদের কারণে তারা পুরোপুরি বাস্তবায়ন করা হয়নি। অবিলম্বে তা বাস্তবায়নের দাবি জানান। বক্তারা আরো বলেন, ভূমিহীনদের অধিকায় আদায়ে আমরা এক অবিচ্ছিন্ন। ভূমিহীনদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে আন্দোলনের কোন বিকল্প নেই। বর্তমান সময়েও জেলার বিভিন্ন স্থানে ভূমিদস্যুরা খাস জমি ভোগদখলে আছেন। অথচ প্রকৃত ভূমিহীনরা বসবাসের মত জায়গা পাচ্ছে না। তাদের কাছ থেকে খাস জমি উদ্ধার করে ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত দিতে হবে।
সম্প্রতি খাল ধার থেকে উচ্ছেদ হওয়া ভূমিহীনদের পূর্ণবাসনের জন্য বার বরা বলা হলেও তাদের পুর্র্নবাসন করা হচ্ছে না। অবিলম্বে তাদের পূর্নবাসন করতে হবে। অনুষ্ঠান শেষে এক নম্বর ওয়ার্ডে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ঘোষণা করা হয়। সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ উক্ত পদে মোঃ জালাল হোসেনকে সভাপতি ও রুহুল আমিনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি নাম ঘোষণা করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সহ সভাপতি শেখ শওকত আলী