শিরোনাম:
সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা মোশাররফ হোসেন মারা গেছেন
News Editor
- আপডেট সময় : ১১:১৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
- / ১০৭৯ বার পড়া হয়েছে
সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা মোশাররফ হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত সাড়ে ৮টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চু বিষয়টি নিশ্চিত করেন।
তিনি দীর্ঘদিন থেকে অসুস্থতায় ভুগছিলেন। শনিবার সকাল থেকে ঢাকা ল্যাবএইড হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
উল্লেখ্য, ১৯৯৬ সালে সরকারি চাকরি থেকে অবসর নিয়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হন মোশাররফ হোসেন। একই বছর ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসন থেকে দলীয় মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০১ সালে তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে ২০০৫ সাল পর্যন্ত জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।























