সাভারে নাভানা ফার্নিচারে ভয়াবহ অগ্নিকান্ড, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
- আপডেট সময় : ১১:২৮:১০ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
- / ১০৫৬ বার পড়া হয়েছে
সাভারে নাভানা ফার্নিচারে ভয়াবহ অগ্নিকান্ড, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
সাভার (ঢাকা) প্রতিনিধিঃ
রবিবার ৬ মার্চ বিকাল ৪টা ১৫ মিনিটের পর ঢাকার সাভার ফুলবাড়িয়ায় নাভানা ফার্নিচার কারখানার ভয়াবহ অগ্নিকান্ড ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সাভারের তেতুলঝরা ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকার নাভানা ফার্নিচার কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস বলে, রবিবার ৬ মার্চ বিকাল ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় ট্যানারি ফাঁড়ির আরও ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।
এবিষয়ে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। আমরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আগুন নিয়ন্ত্রণে আসলে বিস্তারিত জানানো যাবে।
[irp]
















