শিরোনাম:
সাভারে বাস ট্রাক ও মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষ আহত ১০ জন
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৫:২২:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
- / ১০৩৭ বার পড়া হয়েছে
মোঃ আহসান হাবীব, সাভার প্রতিনিধি ঢাকাঃ সোমবার ১৭ মে দুপর ২ টার পর ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি এলাকায় ঢাকার আশুলিয়ায় দ্রুতগামী বাস-ট্রাক এবং মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ ঘটে তাতে প্রায় ১০ জনের মত আহত হয়।
আহতদের পরিচয় জানা যায় নাই, তাদের পরিচয়ের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এখনো নিহতের খবর পাওয়া যায়নি।এলাকাবাসী বলে, আজ দুপুরের মানিকগঞ্জগামী বৈশাখী পরিবহনের একটি বাস, ঢাকাগামী একটি ট্রাক ও এক মোটরসাইকেলের সাথে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে নিরিবিলি এলাকায়।
[irp]
এতে বাসের যাত্রী ও মোটরসাইকেল আরোহীসহ প্রায় ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে আশুলিয়া গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করে এলাকাবাসী। সাভার হাইওয়ে পুলিশের পরিদর্শক সাজ্জাদ করিম বলে, দুর্ঘটনাকবলিত বাস-ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে।
আহতদের হাসপাতালে পাঠানো হয়। সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
[irp]