DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২২শে ডিসেম্বর ২০২৪
ঢাকারবিবার ২২শে ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সাভার আশুলিয়ায় এ্যানার্জি প্যাক লিমিটেড কারখানায় শ্রমিকের পুর্নবহালের দাবিতে আন্দোলন।

DoinikAstha
সেপ্টেম্বর ৪, ২০২১ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আহসান হাবীব, সাভার প্রতিনিধি ঢাকাঃ শনিবার ০৪ সেপ্টেম্বর সকালে সাভারের আশুলিয়ায় অ্যানার্জি প্যাক লিমিটেড কারখানার শ্রমিকদের ছাঁটাইয়ের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করে শ্রমিকরা।

কারখানার ছাঁটাই করা ৮৪ জন শ্রমিককে চাকরিতে পুনর্বহালের দাবি জানায় শ্রমিকেরা। বাড়ইপাড়া এলাকার এনার্জি প্যাক লিমিটেড কারখানার শ্রমিকরা কর্মসূচি পালন করে। শ্রমিকরা বলে, কিছু শ্রমিক বেতন বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও মালিকের সাথে যোগাযোগ করে। পরে গত ৫ আগস্ট চিহ্নিত করে ৮৪ জন শ্রমিককে ছাঁটাই করে কারখানা কর্তৃপক্ষ। ছাঁটাই করা শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবি ছাড়াও আরও সাতটি দাবি নিয়ে আন্দোলনে নামে শ্রমিকেরা।

দাবিগুলো হলো- বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান করতে হবে, ওভারটাইম বিল প্রতি মাসেরটা প্রতিমাসে পরিশোধ করতে হবে, যত বকেয়া ওভারটাইম সাইড বিল প্রোডাকশন বোনাস পরিশোধ করতে হবে, বাৎসরিক ছুটির টাকা ও বকেয়া ছুটির টাকা পরিশোধ করতে হবে, মাসিক প্রোডাকশন বোনাস যথাযথভাবে পরিশোধ করতে হবে। হাজিরা বোনাস প্রদান করতে হবে।

কোনো শ্রমিক সাইডে কাজ করলে সাইডের বিল প্রতিমাসেরটা প্রতিমাসে কাজ করতে হবে। কারখানাটিতে পাঁচ বছরের বেশি সময় কাজ করে রবিউল। তিনি বলে, ‘আমরা পুরাতন শ্রমিক। আমাদের বেতন আট হাজার। যারা নতুন শ্রমিক তাদের বেতনও আট হাজার৷ তাহলে কারখানায় আমাদের এত কষ্ট করে লাভ কি।

আমরা পুরাতন হিসেবে তো ইনক্রিমেন্ট পাই, এটা আমাদের অধিকার। এ বিষয় নিয়ে গত মাসে কারখানার জেনারেল ম্যানেজারের কাছে গিয়েছিলাম। জিএম মালিকের সাথে কথা বললে মালিক আমাদের অকথ্যভাষায় গালিগালাজ করে। কিছুদিন পর পাওনা দেওয়া ছাড়াই সেই শ্রমিকদের চিহ্নিত করে ছাঁটাই করে। এসব দাবি নিয়ে আজ আমরা কারখানার সামনে এসে অবস্থান নিয়েছি।

এব্যাপারে এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিং লি. এর জনপ্রশাসন বিভাগের কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, বিভিন্ন দাবী নিয়ে গত ৫ আগস্ট কারখানার ভেতরে কিছু শ্রমিক আন্দোলন করে। পরে ওই শ্রমিকদেরকে ছুটিতে পাঠানো হয়। কিন্তু তাদেরকে আবার কিছু কিছু করে নেয়া হচ্ছে। অযৌক্তিকভাবে তারা এটা করছে।

আরো পড়ুন :  নির্বাচনের ইঙ্গিত দিয়েছে, সুস্পষ্ট সময় এখনো বলেনি-জামায়াতের আমির

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ৩:৪০
  • ৫:১৯
  • ৬:৩৮
  • ৬:৩৬