মোঃ আহসান হাবীব, সাভার ঢাকাঃ
মঙ্গলবার ৬ এপ্রিল রাত ১২টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া বাজারে এ ভয়াবহ অগ্নিকাণ্ড। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এলাকাবাসী বলে, ১২টার দিকে বাজারের একটি দোকানে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে।
এ সময় ওই দোকানে আগুন ধরে যায়। মুহূর্তেই কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রথমে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।
আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যুক্ত হয়। চারটি ইউনিটের প্রায় ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, বিদ্যুতের তার থেকে আগুনের সূতপাত বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।
প্রায় ১০ থেকে ১২টি দোকান পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে ব্যবসায়ীদের প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।
আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্ত চলছে নিশ্চিত হলে বলা যাবে।