শিরোনাম:
সাম্প্রদায়িকতা চিরতরে কবর দিতে হবে-রাজু
Md Elias
- আপডেট সময় : ০৪:৪৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
- / ১০৬১ বার পড়া হয়েছে
সাম্প্রদায়িকতা চিরতরে কবর দিতে হবে-রাজু
মহাসিন মিয়া/দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
পাহাড়ের শিক্ষা, সম্প্রীতি , সাংস্কৃতি ও উন্নয়ন বজায় রাখতে সাম্প্রদায়িকতার মনোভাবকে চিরতরে কবর দিতে হবে। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে দীঘিনালা প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু শিক্ষার্থীদের উদেশ্যে এসব কথা বলেন।
আজ শনিবার (১২ মার্চ) সকাল ১১টায় দীঘিনালা ডিগ্রি কলেজের হল রুমে প্রভাষক মোঃ দুলাল হোসেন’র সঞ্চালনায় ও কলেজের অধ্যক্ষ মন্টু বিকাশ চাকমা’র সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ এনামুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম, কলেজের উপাধ্যক্ষ তরুণ কান্তি চাকমা, শিক্ষানুরাগী নরেন্দ্র লাল ত্রিপুরা, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরণ চাকমা প্রমূখ।
এসময় বীর মুক্তিযোদ্ধা মোঃ এনামুল হক শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের তৎকালীন ঘটনাবলি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বাংলাদেশের অর্জিত স্বাধীনতাকে রক্ষা করার আহবান জানান।
[irp]


















