সারা দেশে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ বুধবার সকাল পৌনে 11 টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে তারা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসলামের নেতৃত্বে কলা ভবণ থেকে মিছিলটি বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে মিছিলটি বাহাদুর শাহ পার্ক হয়ে শাখারী বাজার মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন মোসাব্বির মিল্লাত পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান রুমি ও মাহমুদুল হাসানসহ অর্ধশতাধিক নেতা-কর্মী। সমাবেশে আসাদুজ্জামান আসলাম বলেন, সারা দেশে আওয়ামী সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ ও যুবলীগ ধর্ষণে মেতে উঠেছে। অবৈধ সরকার ধর্ষকদের বিচার না করার কারণে ধর্ষকরা বেপরোয়া। অচিরেই ধর্ষকদের বিচারের আওতায় আনতে হবে অন্যথায় রাজপথে কঠিন জবাব দেওয়া হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।