সারাদেশে শহীদ মিনারে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা
- আপডেট সময় : ০৩:৩৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৬১ বার পড়া হয়েছে
সারাদেশে শহীদ মিনারে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা
এম এইচ ইলিয়াছঃ
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তায় নিয়োজিত থাকবে র্যাব সদস্যরা। আজ রোববার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কেন্দ্রীয় মিনার পরিদর্শনে শেষে সাংবাদিকদের এ কথা বলেন র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
সুনির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র্যাব প্রস্তুত রয়েছে উল্লেখ করে ডিজি বলেন, সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি অনুসরণ করে আমরা শহীদ মিনারে আসবো। সারাদেশের শহীদ মিনারে নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। ডগ স্কোয়াড দিয়ে আমরা শহীদ মিনার এলাকায় সুইপিং করছি। বোম্ব স্কোয়াডও নিয়োজিত থাকবে। আমাদের হেলিকপ্টারও প্রস্তুত আছে।
অগ্রীম পদক্ষেপ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারসহ আশেপাশের এলাকা ও সারাদেশে গত ১৮ তারিখ থেকে সাদা পোশাকে র্যাবের সদস্যরা মোতায়েন রয়েছে উল্লেখ করে চৌধুরী আবদুল্লাহ আল মামুন আরও বলেন, অবজারভেশন পোস্ট, চেকপোস্ট ও স্টেটিক ডিউটি, বোম্ব ডিজপোজাল ইউনিট, স্ট্যান্ডবাই ফোর্স, র্যাবের মেডিকেল টিমও মোতায়েন করেছি।
[irp]


















