DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১০ই মে ২০২৫
ঢাকাশনিবার ১০ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

সারিয়াকান্দিতে গৃহবধূর আত্মহত্যা

Astha Desk
মে ৩১, ২০২৩ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার সারিয়াকান্দিতে ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা

স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার সারিয়াকান্দিতে গলায় ফাঁস দিয়ে শাহনাজ বেগম (৪৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। এ বিষয়ে সারিয়াকান্দি থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। শাহনাজ উপজেলার কুতুবপুর ইউনিয়নের বরইকান্দি গ্রামের মোফাজ্জল প্রামানিকের স্ত্রী। কুতুবপুর ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সংসারের অভাব, অনটনে শাহনাজ বিভিন্ন এনজিও এবং সমিতি থেকে ঋণ নেয়। তার স্বামী মোফাজ্জল একজন দিনমজুর। এসব ঋণ তার স্বামী পরিশোধ করতে পারেনি। এ নিয়ে তাদের সংসারে অশান্তি লেগেই ছিল। এ ঘটনায় গতকাল মঙ্গলবার বিকেলে শাহনাজ তার ঘরের ভিতরে বাঁশের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।

শাহনাজের স্বামী মোফাজ্জল প্রামানিক বলেন, তিনি মঙ্গলবার সকালে সিসিব্লক পরিবহন কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে যান। পরে সন্ধ্যার দিকে লোক মারফত খবর পেয়ে বাড়িতে এসে দেখেন তার বউ আত্মহত্যা করেছে। তিনি বলেন, আমাদের বেশ কয়েকটি ঋণদান সমিতির ঋণ আছে। এ নিয়ে সংসারে অশান্তি ছিল। এ অভিমান থেকেই হয়তো আমার স্ত্রী আত্মহত্যা করেছে।

সারিয়াকান্দি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া জেলার মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১