শিরোনাম:
সিটি করপোরেশন মার্কেটের ছাদ থেকে কিশোরীর লাশ উদ্ধার
Astha DESK
- আপডেট সময় : ১০:১৬:১৮ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১১০২ বার পড়া হয়েছে
সিটি করপোরেশন মার্কেটের ছাদ থেকে কিশোরীর লাশ উদ্ধার
বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল নগরীর সিটি করপোরেশন মার্কেটের ছাদে গলায় ওড়না পেঁচানো অবস্থায় রিয়া মনি (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। সে নগরীর পলাশপুর মোহাম্মদপুর এলাকার সোহরাব মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানায়, মার্কেটের ছাদে গলায় ওড়না পেঁচানো অবস্থায় কিশোরীর লাশটি ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টোর পর জানা যাবে, এটি আত্মহত্যা নাকি হত্যা।













