অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা হত্যার মূল পরিকল্পনাকারী টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ। তার নির্দেশেই ইন্সপেক্টর লিয়াকত সিনহাকে গুলি করে। র্যাবের অভিযোগপত্রে এ তথ্য উঠে এসেছে। কক্সবাজারে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত সংস্থা র্যাবের পক্ষ থেকে চার্জশিট জমা দেয়া হয়। এতে ১৫ জনকে অভিযুক্ত করা হয়।
রোববার (১৩ ডিসেম্বর) সকালে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন মামলার তদন্তকারী কর্মকর্তাসহ র্যাবের সদস্যরা। এরপর সাড়ে ১০টার দিকে বিচারক তামান্না ফারাহ’র আদালতে চার্জশিট দাখিল করা হয়।
মামলাটির তদন্ত-সংস্থা জানায়, সিনহা হত্যার মূল পরিকল্পনাকারী টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ। তার নির্দেশেই এসআই লিয়াকত সিনহাকে গুলি করে। প্রদীপসহ ১৫ জনকে হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে। আসামিদের ১৪ জনই গ্রেফতার আছে। একমাত্র পলাতক আসামি এএসআই সাগর।
কক্সবাজারের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম বলেন, চার্জশীটে ১৫ জন আসামীর নাম দেওয়া হয়েছে। এরমধ্যে ১৪ জন কারাগারে আছেন। ১ জন পলাতক।
গত ৩১ জুলাই টেকনাফে মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে নিহত হন মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ। এ ঘটনায় ৫ আগস্ট সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ নয়জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই লিয়াকত আলীকে।
এরপর অভিযুক্ত সাত পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন। পরে তদন্তে নেমে র্যাব হত্যার ঘটনায় স্থানীয় তিনজন ছাড়াও এপিবিএন এবং প্রদীপের দেহরক্ষীসহ মোট ১৪ জনকে গ্রেফতার করে।
সিনহা হত্যা মামলার ওসি প্রদীপসহ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট জমা
মেজর সিনহা হত্যা: পরবর্তী শুনানি ১৩ ডিসেম্বর
মেজর সিনহা হত্যা: কনস্টেবল রুবেল ফের রিমান্ডে
সিনহা হত্যা: ‘অবৈধ’ দাবি, আদালতে রিভিশন আবেদন
ওসি প্রদীপ অত্যন্ত নির্মম ও অমানবিকভাবে সিনহার মৃত্যু নিশ্চিত করেন
রিফাত হত্যা মামলার রায় অন্যান্য মামলায় প্রভাব ফেলবে : আইনমন্ত্রী
মেজর সিনহা হত্যার মূল আসামি কারাগারে আছে কিনা, প্রশ্ন গয়েশ্বরের
আরো পড়ুন
বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা
‘নতুন পেলে’ হওয়ার কথা ছিল যার সে হল ধর্ষক
কে বলে ফুটবলে দর্শক হয় না?বঙ্গবন্ধু স্টেডিয়ামে দর্শকের ঢল
নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ
নেইমারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বার্সেলোনা
ফুটবলের কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ভক্তদের সুখবর
রোনালদোর সময়টা ভালো যাচ্ছে না
ব্রাজিল দলে চোট পাওয়া নেইমার, সমালোচনায় পিএসজি