সিরাজগঞ্জে ছেলের উপর অভিমান করে মায়ের আত্মহত্যা
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে ছেলের উপর অভিমান করে কিটনাশকপানে মা আত্মহত্যা করেছে। আজ বুধবার (৭ জুন) দুপুরের দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনোদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাজেদা খাতুন (৫৫) বিনোদপুর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী।
স্থানীয় বারুহাস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ময়নুল হক বলেন, বুধবার সকাল সাড়ে আটটার দিকে পারিবারিক বিরোধের মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। আর এর জের ধরে দুপুরের দিকে অভিমান করে কিটনাশক পান করে আত্মহত্যা করেছেন মা মাজেদা খাতুন।
তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, সকালে মা ও ছেলের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথাকাটি হয়। এই অভিমানে তিনি কিটনাশক পানে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে।