সিরাজদিখানে গাঁজা গাছসহ গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার
সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ১৬ টি গাঁজা গাছসহ গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এসময় জোৎসা বেগম (৪২) ও রবিন (৪০) নামের দুই জনকে জিজ্ঞাসবাদের জন্য আটক করা হয়েছে।
আজ শুক্রবার (১৬জুন) বিকাল সাড়ে ৫টার দিকে সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মুস্তাফিজুর রহমান রিফাত সঙ্গীয় ফোর্স উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরা গ্রামের সেন্টু মেম্বারের বাড়ি সংলগ্ন ধৈঞ্চা ক্ষেতে অভিযান চালিয়ে ১৬টি গাঁজা গাছ উদ্ধার করেন ও দুই পুড়িয়া গাঁজাসহ গাজাদ্রব্য সেবনের সরঞ্জাম উদ্ধার করেন।
এবিষয়ে সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মুস্তাফিজুর রহমান রিফাত জানান, উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা সেবনের সরঞ্জামসহ ১৬ টি গাঁজা গাছ উদ্ধার করেছি। জিজ্ঞাসবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে। আইনি ব্যবস্তা প্রক্রিয়াধীন রয়েছে। এবিষয়ে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।