DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৭ই জানুয়ারি ২০২৫
ঢাকামঙ্গলবার ৭ই জানুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

সিলেট ভারতীয় চিনির চালানসহ ট্রাক ড্রাইভার গ্রেফতার

Astha Desk
জানুয়ারি ৫, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট: সিলেটে ভারতীয় চিনির চালান সহ আব্দুল আমিন ওরফে কালা মিয়া নামে এক ট্রাক ড্রাইভারকে গ্রেফতার করেছে পুলিশ।

আব্দুল আমিন ওরফে কালা মিয়া সিলেটের সীমান্ত উপজেলা গোয়াইঘাটের হাটগ্রামের মৃত আব্দুর রবের ছেলে।
রবিবার এসএমপির মিডিয়া অফিসার (এডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এডিসি জানান, এসএমপির শাহপরাণ (রহঃ) থানা ও শাহপরান (রহ:) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রর অফিসারগণ শনিবার রাতে সিলেটের গোয়াইঘাট থেকে সিলেট নগরী অভিমুকী একটি ড্রাম ট্রাকে অভিযান চালায়। অভিযানে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে ২৪৫ বস্তা চিনি ও ড্রাম ট্রাকটি জব্দ করা হয়। একই সময় চিনি চোরাচালানে জড়িত থাকায় ট্রাক ট্রােইভারকেও গ্রেফতার করা হয়।


জব্দকৃত চিনিসহ ট্রাকের মুল্য প্রায় ৩৫ লাখ টাকা।
রবিবার ট্রাক ড্রাইভারকে গ্রেফতার দেখিয়ে শাহপরাণ (রহঃ) থানায় চোরাচালান সহ সংশ্লিষ্ট ধারায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

এমকে/আস্থা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:২১
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৬
  • ১২:০৮
  • ৩:৪৯
  • ৫:২৯
  • ৬:৪৮
  • ৬:৪২