সীতাকুণ্ডে শ্রমিক দল সভাপতিকে পায়ের রগ কেটে হত্যা
রানা সাত্তার/চট্টগ্রামঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্রমিক দল নেতাকে পায়ের রগ কেটে হত্যা করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারী/২৫) সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মেয়ের আরমান হোসাইন সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ছিলেন।
স্থানীয়রা জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছিন্নমূল এলাকায় একটি চায়ের দোকানে বসেছিলেন আরমান হোসাইন। এ সময় তাঁর মোবাইল ফোনে একটি কল আসলে তিনি সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর তিনি পাশ থেকে বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে থাকেন। পরে স্থানীয়রা গিয়ে দেখেন, আরমানের পায়ের রগ কাটা ও শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন। দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ছিন্নমূল এলাকার বাসিন্দা ও যুবদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি মোঃ নয়ন বলেন, মীর আরমানকে কে বা কারা খুন করেছে তা এখনও জানা যায়নি। তিনি দোকানে বসে চা পান করছিলেন। কে বা কারা তাঁকে কল করে নিয়ে যায়।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ সোহেল রানা বলেন, জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় আরমান হোসাইন নামে এক যুবক নিহত হয়েছেন। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে বের করা হবে।