পূর্ব লাদাখে সীমান্তে ভারত এবং চীনের উত্তেজনা বেড়েই চলছে। এরই মধ্যে দুই দেশের আরও একবার উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯ টায় প্রকৃত নিয়ন্ত্রণরেখার ওপারে চীনের দখলে থাকা মোল্ডোতে দু-দেশের সেনাবাহিনীর মধ্যে কর্পস কমান্ডার পর্যায়ের বৈঠক আহবান করা হয়েছে বলে জানা গেছে।
ভারতীয় প্রতিনিধি দলে প্রথমবারের মত থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তা।
আরও পড়ুনঃসৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় আহত ৫
উল্লেখ্য, এর আগে আরও ৫ বার ভারত এবং চীনের সেনাবাহিনীর মধ্যে কর্পস কমান্ডার স্তরে বৈঠক হয়েছে। কিন্তু তাতে কোনও ইতিবাচক ফলাফল পাওয়া যায়নি। তবে এবারের বৈঠকে ইতিবাচক ফলাফলের বিষয়ে আশাবাদী দিল্লি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।